জয়পুরহাট পৌরসভার আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

জয়পুরহাট পৌরসভার আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

নিজস্ব প্রতিবেদকঃ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই স্লোগানকে ধারন করে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জয়পুরহাট পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জয়পুরহাট পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত) এটিএম মোস্তাফিজ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মুক্তারাম দাস, বস্তি উন্নয়ন কর্মকতা হাসানুজ্জামানন, লাইসেন্স পরির্দশক আব্দুল করিম, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম, এলসিডি নুর মোহাম্মদ, তাঁতীপাড়া বস্তি উন্নয়ন কমিটির সদস্য আশা রানী, যমুনা বাঁধপাড়া বস্তি উন্নয়ন কমিটির সভাপতি সুমি আক্তার প্রমুখ ।



আলোচনা সভা শেষে নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের চেকআপ, জন্ম নিয়ন্ত্রন বিষয়ক পরামর্শ, ডায়াবেটিক পরীক্ষা ও নারীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

Share This

Comments